Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Wednesday, May 19, 2010

অচলায়তন লাল সেলাম

যদি আমি লিখি ভরসা আছে
থাকবে অচলায়তন
কিছু না থাকুক, অন্তত থাকুক সোজা
উলটো পাইপের নল

ব্রীজ হোক আর সেতুই হোক, হোক না ধান ক্ষেত
বন্দুকের গুলি না চললে ভরবে না যে
রক্ত-ভাতে মায়ের পেট

আমি লিখি তাই আছে বিশাষ
পুলিশ আজো অচলায়তেনর দাস
সুন্দরবনে মরুক পচে উদবাস্তুদের লাশ

না হয় আমরা দালালি করব
মার্ক্সের নামাবলী গায়ে
অচলায়তন তবু বেচে থাক
চৈনিক সংসোধনের নামে

বিষ খায় ওরা, টাকা পায় ওরা , ওরা সিয়ার চর
ওরা মুর্খ, ওরা পাবলিক
দালালি করব, খুন করব
মানছে না যে আর

শত্রুকে দিলি মন্ত্রী করে
ওরে এত সাহষ তোদের
নানুর মঙ্গলকোট ঘরে ঘরে হবে
এই আশা রাখি মনে

অচলায়তনে লেগেছে ফাটল
এত প্রকল্প থাকে?
তুমি কেন সূচ একটা প্রশ্নই
জিগাবো বারে বারে

আমি লিখি তাই শুনতে পাও
লুলাবাই আছে যত
প্রতিদান চায় অচলায়তন
আমি তো নিমিত্ত মাত্র