![]() |
পাগলের গান |
পাগলের গান
রাতের দুঃখ আকাশে মিশে যায়
অতল গভীর কালো ঠিকানায়,
আমি ভাবছি তাই তুমি শুনছ গান;
আর ফোনটা কাদছে নিঃসঙ্গতায়।
তুমি খেলছ আমি জানি,
তবু হারতে চাই না আমি;
তবু কোথাও আমার নিঃসঙ্গতা,
হারিয়ে ফেলেছে নিরাপত্তা।
তাই আমি আছি কোন অজানা স্থানে,
মৃত্যু উপত্যকার নদীর খাতে,
তুমি চাইলে সেখানে আসতে পার,
হারিয়ে যাওয়া অবিশ্বাষ নিয়ে।
কোন দ্বন্দ কি তুমি বুঝতে পার,
তাই কি মনের গভীরতায় গাও ?
মাতাল হওয়ার আর্শীবাদ,
হারিয়ে ফেলার অভিশাপ,
তুমি শুনতে কি পাও সেই পাগলের ডাক?
তবু কোথাও এই কালো হাতে জীবনের অভিশাপে,
হারিয়ে ফেলেছি তোমার ঠিকানা।
হারিয়ে যাওয়ার চিহ্ন ফেলে আজ কি লাভ?
প্রশ্ন গুলো বড় সত্যি,
তবে তাতে বড় মিথ্যের ছাপ।
শেষ করলেই ভাল লাগে,
কিন্তু অসমাপ্তই যে পিছু টানে,
তাই হার মেনে শেষ করি,
বারবার।
অতল গভীর কালো ঠিকানায়,
আমি ভাবছি তাই তুমি শুনছ গান;
আর ফোনটা কাদছে নিঃসঙ্গতায়।
তুমি খেলছ আমি জানি,
তবু হারতে চাই না আমি;
তবু কোথাও আমার নিঃসঙ্গতা,
হারিয়ে ফেলেছে নিরাপত্তা।
তাই আমি আছি কোন অজানা স্থানে,
মৃত্যু উপত্যকার নদীর খাতে,
তুমি চাইলে সেখানে আসতে পার,
হারিয়ে যাওয়া অবিশ্বাষ নিয়ে।
কোন দ্বন্দ কি তুমি বুঝতে পার,
তাই কি মনের গভীরতায় গাও ?
মাতাল হওয়ার আর্শীবাদ,
হারিয়ে ফেলার অভিশাপ,
তুমি শুনতে কি পাও সেই পাগলের ডাক?
তবু কোথাও এই কালো হাতে জীবনের অভিশাপে,
হারিয়ে ফেলেছি তোমার ঠিকানা।
হারিয়ে যাওয়ার চিহ্ন ফেলে আজ কি লাভ?
প্রশ্ন গুলো বড় সত্যি,
তবে তাতে বড় মিথ্যের ছাপ।
শেষ করলেই ভাল লাগে,
কিন্তু অসমাপ্তই যে পিছু টানে,
তাই হার মেনে শেষ করি,
বারবার।