Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Thursday, October 28, 2010

ফ্রাস্ট্রু এবং কবি


নীল আকাশে
হারিয়ে যাওয়া শূন্যতায় আর মেঘের নিসঙ্গতায়
ভেষে বেড়ায় মন,
অকারনে দোষারোপের পালা, অবিশ্বাষের কালো পর্দাওলা
রক্তমাংসের বিষ।

যে ছুড়িতে কেক না কেটে কাটা যায় হৃদয়
তারই একটু ভালবাসার স্পর্শে তৃষিত থাকে মরুভূমি
ছুঁতে চাওয়ার শিহরন আর আর্তনাদ
এই নিয়েই আবহমান আবর্তিত সাতকাহন।

দুঃস্বপ্নের রাত্রে দেখা কালো বেড়াল
মানুষের খুলি আর যমদূতের কান্না
অ্যান্টিরোমান্টিক নাটকে কিউপিডের হাহাকার
আর অট্টহাস্যে মুখরিত দেবদূতের প্রতারনা
তাই অনূভুতির চড়ায় জেগে ওঠে শুকনো গোলাপ গাছ

ঘুমালেই ক্লান্তি কেটে যাবে
বিঞ্জাপনই মিথ্যা বলতে পারে
তাই বেহিষাবী রাত্রিতে পেগ মাপার কোন প্রয়োজন নেই

ইঁদুর দৌড়ে কেউ জেতে কেউ হারে
হেরোরা কবিতা লেখে
সেই মানেটা বুঝতে পারলে তুমি পাগল না হলে কবি।