চুম্বন
আজো মনে পড়ে সেই ফেলে আসা মাঠ
জমাট বাঁধা অন্ধকার আর হালকা হাঁসির ছাপ
চুড়ির টুং টাং শব্দ
আর মন কেমন করা অবসাদ।
হালকা দখিনা হাওয়ায় খোলা চুলের আঘাত,
মাধবীলতার গন্ধে ছিল ফিরে যাওয়ার ডাক
কালপুরুষ সাক্ষী ছিল, লুদ্ধক নিশ্চুপ
হাতের মুঠোয় ছিল পার্থিব সুখ
চোখ দুটো বন্ধ ছিল,
আর জিভ স্বাদ পেয়েছিল উষ্ণ নোনা জলের।
শেষ কাঙ্খিত স্পর্শ ছিল ক্ষণিকের
তারপর ভেষে এসেছিল চাতকের উপহাস,
সেই শেষ উঠে এসেছিলাম মাঠ থেকে
আর ফিরে যাওয়া হয়নি।
আজো মনে পড়ে সেই ফেলে আসা মাঠ
জমাট বাঁধা অন্ধকার আর হালকা হাঁসির ছাপ
চুড়ির টুং টাং শব্দ
আর মন কেমন করা অবসাদ।
হালকা দখিনা হাওয়ায় খোলা চুলের আঘাত,
মাধবীলতার গন্ধে ছিল ফিরে যাওয়ার ডাক
কালপুরুষ সাক্ষী ছিল, লুদ্ধক নিশ্চুপ
হাতের মুঠোয় ছিল পার্থিব সুখ
চোখ দুটো বন্ধ ছিল,
আর জিভ স্বাদ পেয়েছিল উষ্ণ নোনা জলের।
শেষ কাঙ্খিত স্পর্শ ছিল ক্ষণিকের
তারপর ভেষে এসেছিল চাতকের উপহাস,
সেই শেষ উঠে এসেছিলাম মাঠ থেকে
আর ফিরে যাওয়া হয়নি।