Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Tuesday, February 1, 2011

জীবন্ত কবন্ধ

জীবন্ত কবন্ধ     

আমারো তো খুব ইচ্ছা করে
ভেজা ঘাষের উপর হাঁটতে,
ইচ্ছা করে স্বপ্নগুলো নিজের মতো আঁকতে,
তবু ইচ্ছা গুলো মিলিয়ে যায়
ব্যার্থতার শেষ সীমানায়, রাত্রির শূন্যতায়, চাতকের চেতনায়,
আর রূঢ় বাস্তব এসে ঘোষনা করে ইচ্ছাগুলোর
অন্তঃসারশূন্য মৃত্যুদন্ডের।
রোজ ইচ্ছা করে সূর্যোদ্বয়ের সঙ্গী হব,
তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বেড়িয়ে পড়ব
ওই নীল নদীটার পাড়ে আর ভবিষৎএর স্বপ্ন দেখব অলীক,
তবু কোথাও দীর্ঘ ঘুমের শেষে
বিষন্নতার ছায়াঘেড়া পথে,
ইচ্ছাগুলো ফের একবার মিলিয়ে যায়
আর অদৃশ্য পেতাত্মা এসে ঘোষনা করে আমার অপদার্থতার।
চারপাশের আপাত সুখের দাম্পত্য দেখে
পৈশাচিক দীর্ঘশ্বাস পড়ে,
আর জাতক ইয়ার্কি মেরে বলে যায়
‘আঙ্গুর ফল টক’।
তাই উদ্দেশ্যহীন অপূর্ন ইচ্ছাপূরণের তীব্র আকাঙ্খা
আমায় তাছিল্ল্যভরে আখ্যা দেয়
জীবন্ত কবন্ধের।