লড়াইটা একলার তাই, একলাই লড়ে যাব
ভেঙ্গে পড়াটা খুব শ্বাবাভিক,
তবুও লড়ে যাব জীবনের সাথে
এ আসলে এক অঙ্গীকার, প্রিয়তমার কাছে।
দুঃসময় আসলে সময়ের হাসি
দেবদূতের বাসী লুচি, মরিচীকার হাঁসি

দেখতে পাওয়া যাচ্ছে না এতটাই মিশকালো
তবুও লড়ে যাব জীবনের সাথে
এ আসলে এক অঙ্গীকার প্রিয়তমার কাছে
সুযোগ আসলে সৌভাগ্যবানের হাতে
কে কি ভাবছে সেটা গৌণ্য
কারন আত্মারা আজকে প্যান্থিয়ামে
ওরা পড়েনি দাস ক্যাপিটাল
আমিও জানি না ক্যাপিট্যালিসম
তবুও লড়ে যাব জীবনের সাথে
এ আসলে এক অঙ্গীকার প্রিয়তমার কাছে
সময় আসলে ষড়যন্ত্র
এই কথা কে না জানে
আমিও জানি, তবুও আমি চুপচাপ বসে
বিদ্রোহ করার শক্তি নেই
কারন বিদ্রোহ করতেও পয়সা লাগে
তাই আমি লড়ে যাব জীবনের সাথে
এ আসলে এক অঙ্গীকার জীবনেরই কাছে।