welcome everybody. please discover yourself with me
Sunday, April 5, 2009
তুই হঠাৎ করে চলে গেলি বলে গেলি না
আমি রাতের বেলা হঠাৎ করে তোমার কথা ভাবি আর মনের মাঝে মেঘের ফাঁকে তোমার ছবি জাগে আমি তোমার মনে কেনো জায়গা পেলাম না বলো ?
আরtelephonic rejection টা আজও ভুলতে পারিনা জানো তুই হঠাৎ করে চলে গেলি বলে গেলি না
একবার তো জানাতে পারতিস আমায় ভালবাসিস না