আমি সেই লিট্ল্ বয়
যার আগ্নিস্পরসে দগ্ধ হয়েছিল শত শত জাপানি
যার নরম স্পরসে এসেছিল মৃত্যু নেমে
নরক থেকে সুরগ লকের পথে,
আমি সেই লিট্ল্ বয়
আমার জন্ম এক প্রান কঠিন প্রজেক্ত ম্যানহাটনে
আমিই ছুড়ে ফেলেছিলাম সেই বিমানচালককে
সুস্থ থেকে পাগলাখানার পথে,
আমি সেই লিট্ল্ বয়
ট্রুমান - এর সাক্ষরে আইজেনহাওয়ারের সম্মতিতে
আমি এসেছিলাম হিরোশিমায়, যেমন করে -
আলো নামে আন্ধকার - এর পথে,
আমি সেই লিট্ল্ বয়
আমি শুনেছি কত আরতচিতকার কত অভিশাপ
শুনেছি কত হুমকি কত স্তুতি
তবু আজও আমি হেঁটে চলেছি
জীবন থেকে মৃত্যু্র পথে,
আমিই সেই লিট্ল্ বয়
আমায় নিয়ে আজও কত গবেষনা কত আন্দোলন
তবুও কি আজও মানুষ থামাবে না হাঁটা
সৃস্তি থেকে ধংসলোকের পথে।
এই ব্লগটাই হল আমি, এটা আমার জ়ীবনের সব যন্ত্রণা, চিন্তা ভাবনা, অনুভুতির ও অন্তঃ আত্মার বাহিঃপ্রকাশ। Come & catch me
Welcome to my world
welcome everybody. please discover yourself with me
Friday, November 6, 2009
সাওতাঁল
সাওতাল পরগনার এই টাঁর মাটিতে
কোটি বছরের জলন্ত জিবন্ত ইতিহাস আছে এক
ইশ্বর এর স্রিস্তি কালো আদম্
সাওতাঁল
সাওতাঁল কি বিছিত্র এই নাম,কি বিছিত্র এই জাতি
সিংভুম,মানভুম,ধল্ ভুম বিস্তিরন্ন এলাকা জুড়ে সাওতাঁলরা
হয়ে আছে শোষন,নিপিরন এর নিরবাক প্রতিছবি
সাওতাল আরণ্যবাসী গুহাচারী কালো মানুষ
সভ্য মানুষ এর কাছে অসভ্য মানুষ
তবু তাদের হুঙ্কার থেকে বোঝা যায় প্রকৃতি আজও রণরূপ ধারন করতে পারে
বী্র বরুর জঙ্গলে যখন থাকে না দাকা
বিস্তিরন্ন এলাকা জুরে চলে না জলের থাকা
আসহ্য গ্রীস্মে নিদারুন শী্তে কতিবস্ত্র গায়ে
বেচে থাকে ঈশশর এর সৃস্তি কালো আদম্
সাওতাঁল
জমিদার,মহাজন এদের করেছে লুট
ইংরেজরা সব নিয়ে দিয়েছে ছুট
জোড় করে কেরেছে জঙ্গল কেরেছে মাটি
নিয়ে গেছে তেনে ডুয়ারসে করতে খুন
চায়ের কাপে রক্তের গন্ধ পাই আজও আমি
ধরমের মহান দেশে
মিশনারিরা যীশুবাবা কে বসায় সিংবোমার জায়গায়
পিলচুপুরি,পিলচুহারাম হারিয়ে গিয়েছে কবে
টাঁরমাটির সেরেঙ্গঁ শোনা যায় নাকো আজ
সাওতাল রা লাঞ্ছিত আজ দিকুদের হাত থেকে
হাঁরিয়া খেয়ে এই অপমান তারা পারবে কি ঢাকতে?
ভুলতে পারবে না বলেই আজও রেগে দারায় তারা
তখন মনে হই তারা সিধু-কানহো এরও বাড়া
তবু বেচে থাকে
ইশ্বর এর সৃস্তি কালো আদম্ সাওতাঁল
কত বছর কেটে গেল
কত সুয্য অস্ত গেল
তবু বদলালো না এই কালো জাত সাওতাঁল
কেন্দুপাতা বেচে অনাহারে হয় আমলাশোল
মাওবাদি হয়ে বাগি হয়ে যায়
ভারতবরষের ভূমিপুত্র সাওতাঁলরা
তবু সাওতাল পরগনার এই টাঁর মাটিতে
কোটি বছরের জলন্ত জিবন্ত ইতিহাস আছে এক
ইশ্বর এর স্রিস্তি কালো আদম্
সাওতাঁল
Subscribe to:
Posts (Atom)