Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Friday, November 6, 2009

আমি সেই লিট্ল্ বয়

আমি সেই লিট্ল্ বয়
যার আগ্নিস্পরসে দগ্ধ হয়েছিল শত শত জাপানি
যার নরম স্পরসে এসেছিল মৃত্যু নেমে
নরক থেকে সুরগ লকের পথে,


আমি সেই লিট্ল্ বয়
আমার জন্ম এক প্রান কঠিন প্রজেক্ত ম্যানহাটনে
আমিই ছুড়ে ফেলেছিলাম সেই বিমানচালককে
সুস্থ থেকে পাগলাখানার পথে,


আমি সেই লিট্ল্ বয়
ট্রুমান - এর সাক্ষরে আইজেনহাওয়ারের সম্মতিতে
আমি এসেছিলাম হিরোশিমায়, যেমন করে -
আলো নামে আন্ধকার - এর পথে,


আমি সেই লিট্ল্ বয়
আমি শুনেছি কত আরতচিতকার কত অভিশাপ
শুনেছি কত হুমকি কত স্তুতি
তবু আজও আমি হেঁটে চলেছি
জীবন থেকে মৃত্যু্র পথে,


আমিই সেই লিট্ল্ বয়
আমায় নিয়ে আজও কত গবেষনা কত আন্দোলন
তবুও কি আজও মানুষ থামাবে না হাঁটা
সৃস্তি থেকে ধংসলোকের পথে।