সত্যিটা না জানলেই ভাল ছিল
সেই
সত্যিটা আগে জানতে পারিনি
যখন
জানলাম তখন আর কিছু করার ছিল না।
কালো
মেঘের চোখে ধুলো দিয়ে
একপশলা
গরম বাতাস এসে বলে গেছে
আমার
কানে কানে
কৃষ্ণকলী
চলে গেছে।
আকাশের
দিকে মাথা রেখে
তার
নরম কোলে কেঁদেছিলাম
তবু
মনের দুয়ার ছিল বন্ধ।
সন্ধ্যাআকাশের
শুকতারার আলোয়
আমি
ঘ্রান নিয়েছিলাম ওই মাধবীলতার তবু
আমার
মন ভরেনি।
আমি
পাগল হয়েছিলাম
সেই
হরিনীর দৃস্টিতে
অসহ্য
করে তুলত সেই যন্ত্রনা,
তাই
পাগলের মতো ছুটেছি
মোমপুতুল
দিয়ে মনের শোকেশ সাজাতে,
তবু
অনামিকার মান ভাঙ্গাতে পারিনি
নিজের
ব্যার্থতাকে তাই মনে হয়েছিল
পৌরষত্বে্র
অপমান।
ছুটে
গিয়ে মুখ লুকিয়েছি
আমার
চেনা স্পর্শে,
হাতের
তালুতে শান্ত হয়েছে মন
গভীর
ঘুম নেমে এসেছে চোখে
বারবার
তার চেনা স্পর্শে।
আগুন
জ্বালিয়েছি বহুবার তবু
ইচ্ছা
করে নেভায়নি।
বুনো
ঘোড়াকে বশে আনার আনন্দে
যখন
আমি আত্মহারা,
কালো
মেঘের চোখে ধুলো দিয়ে
একপশলা
গরম বাতাস আমায় বলে গেল
কৃষ্ণকলী
ভালবেসে মুক্তি দিয়ে গেছে আমাকে।
এই
সত্যিটা আগে জানতে পারিনি
যখন
জানলাম তখন আর কিছু করার ছিল না।