অচিরের
আকাশখানা, হৃদয়ের ক্ষতচিহ্ন হয়ে;
বয়ে
গেছে আর নিয়ে গেছে কিছু স্মৃতি,
ভাবতে
আজকে ভয় করে,
পুরানো
কথার নতূন স্মৃতি
আর
তার সাথে মিশে থাকে
জমাট
অন্ধকারে একফোঁটা কান্না।
সে
ছিল, সে নেই; কি ছিল, কি ছিল না
এসবের
আজ কোন মানে নেই;
তবু
আজ কোথাও না কোথাও
রয়ে
গেছে হতাশা, রাগ আর ঘৃনা।
আমি
জানি না বিশ্বাষঘাতকতা কাকে বলে,
কিন্তু
আমি পেয়েছি তার স্বাদ,
দেখেছি
তার চোখে চাতুরতার ঝিলি্ক,
আর
কিছুতেই বুঝতে পারিনি অভিনয়।
তাই
করেছি অনেক কিছুই
হয়েছি
জীবন্ত লাশ, পেয়েছি ফেরিওয়ালার প্রত্যাখ্যান,
কিন্তু
প্রতিহিংসা নিতে পারিনি আমি
ভাগ্য
বোধহয় কাপুরুষ ভাবে আমাকে।
তবু
স্বপ্ন দেখি,
কারাগারের
ওপারে জীবন না মৃত্যুদন্ড জানি না
তবু
তো চান্স নিতে হবে, নতুন ভাবে বাঁচতে হবে।
না
বাঁচলে যাব কোথায়?
পালিয়ে
যাবার ছেলে নই আমি।
তাই
আজো চমৎকারের আশায় বসে থাকি।