Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Friday, November 6, 2009

আমি সেই লিট্ল্ বয়

আমি সেই লিট্ল্ বয়
যার আগ্নিস্পরসে দগ্ধ হয়েছিল শত শত জাপানি
যার নরম স্পরসে এসেছিল মৃত্যু নেমে
নরক থেকে সুরগ লকের পথে,


আমি সেই লিট্ল্ বয়
আমার জন্ম এক প্রান কঠিন প্রজেক্ত ম্যানহাটনে
আমিই ছুড়ে ফেলেছিলাম সেই বিমানচালককে
সুস্থ থেকে পাগলাখানার পথে,


আমি সেই লিট্ল্ বয়
ট্রুমান - এর সাক্ষরে আইজেনহাওয়ারের সম্মতিতে
আমি এসেছিলাম হিরোশিমায়, যেমন করে -
আলো নামে আন্ধকার - এর পথে,


আমি সেই লিট্ল্ বয়
আমি শুনেছি কত আরতচিতকার কত অভিশাপ
শুনেছি কত হুমকি কত স্তুতি
তবু আজও আমি হেঁটে চলেছি
জীবন থেকে মৃত্যু্র পথে,


আমিই সেই লিট্ল্ বয়
আমায় নিয়ে আজও কত গবেষনা কত আন্দোলন
তবুও কি আজও মানুষ থামাবে না হাঁটা
সৃস্তি থেকে ধংসলোকের পথে।

সাওতাঁল

সাওতাল পরগনার এই টাঁর মাটিতে
কোটি বছরের জলন্ত জিবন্ত ইতিহাস আছে এক
ইশ্বর এর স্রিস্তি কালো আদম্
সাওতাঁল

সাওতাঁল কি বিছিত্র এই নাম,কি বিছিত্র এই জাতি
সিংভুম,মানভুম,ধল্ ভুম বিস্তিরন্ন এলাকা জুড়ে সাওতাঁলরা
হয়ে আছে শোষন,নিপিরন এর নিরবাক প্রতিছবি
সাওতাল আরণ্যবাসী গুহাচারী কালো মানুষ
সভ্য মানুষ এর কাছে অসভ্য মানুষ
তবু তাদের হুঙ্কার থেকে বোঝা ‍‍‌‍‌‍‌যায় প্রকৃতি আজও রণরূপ ধারন করতে পারে

বী্র বরুর জঙ্গলে যখন থাকে না দাকা
বিস্তিরন্ন এলাকা জুরে চলে না জলের থাকা
আসহ্য গ্রীস্মে নিদারুন শী্তে কতিবস্ত্র গায়ে
বেচে থাকে ঈশশর এর সৃস্তি কালো আদম্
সাওতাঁল

জমিদার,মহাজন এদের করেছে লুট
ইংরেজরা সব নিয়ে দিয়েছে ছুট
জোড় করে কেরেছে জঙ্গল কেরেছে মাটি
নিয়ে গেছে তেনে ডুয়ারসে করতে খুন
চায়ের কাপে রক্তের গন্ধ পাই আজও আমি
ধরমের মহান দেশে
মিশনারিরা যীশুবাবা কে বসায় সিংবোমার জায়গায়
পিলচুপুরি,পিলচুহারাম হারিয়ে গিয়েছে কবে
টাঁরমাটির সেরেঙ্গঁ শোনা যায় নাকো আজ
সাওতাল রা লাঞ্ছিত আজ দিকুদের হাত থেকে
হাঁরিয়া খেয়ে এই অপমান তারা পারবে কি ঢাকতে?

ভুলতে পারবে না বলেই আজও রেগে দারায় তারা
তখন মনে হই তারা সিধু-কানহো এরও বাড়া
তবু বেচে থাকে 
ইশ্বর এর সৃস্তি কালো আদম্ সাওতাঁল

কত বছর কেটে গেল
কত সুয্য অস্ত গেল
তবু বদলালো না এই কালো জাত সাওতাঁল
কেন্দুপাতা বেচে অনাহারে হয় আমলাশোল
মাওবাদি হয়ে বাগি হয়ে যায়
ভারতবরষের ভূমিপুত্র সাওতাঁলরা




তবু সাওতাল পরগনার এই টাঁর মাটিতে
কোটি বছরের জলন্ত জিবন্ত ইতিহাস আছে এক
ইশ্বর এর স্রিস্তি কালো আদম্
সাওতাঁল









Monday, August 24, 2009

To a martyr

To a martyr
Your life was’nt wasted,
Nor was your holy death.
You can see the changes of the aftermath.
O sacrificing soldier you never stamped our belief,
And this is why today for you our hearts heave.
You were there always at the nations beck and call.
Our life against your death is really so small.
Great are you ,And greater is your family.
If we try and compare you there’s no simile.
It’s your courage to defy life’s desire.
Coz of you today we are away from fear and mire.
No words of ours can be a tribute,
No flowers on your sepulcher can show our gratitude.
Your valorous act made us all mute.
We wish if we could soon punish the brute.
O seraph , help our prayers reach our hero.
Acquaint him – “In our hearts he’ll forever reside.
Coz of his efforts our nation survived।”

A CHANCELESS ZERO

When life surrounded by darkness
A light came up for a while
A small ray of hope
But I didn’t realize the last ray which came for a while
It took with him the last hope of mine
Now it’s clear that my life is a misery
But I wish to die in honor




The honor of love & sacrifice
The honor of betrayal & hypocrisy
The honor of ditching me

But I shall no longer claim any martyrdom
Nor any hero
I wish to call myself the lightless hero
Better to be a chanceless zero

Friday, May 1, 2009



প্রথম প্রত্যাখান

গিলোটিন টা নামিয়ে দিলে তুমি
মাথা টা কাটলো না
কিন্তু ... আমার হৃদয় তা কেটে টুকরো টুকরো হয়ে গেল
Phone টা হঠাৎ কেটে দিলে তুমি
জন্ত্রনা থামলো না
কিন্তু ... আমার আনুভুতি তা শেষ হয়ে গেল
Proposal টা refuse করলে তুমি
তোমার কিছু এসে গেল না
কিন্তু ... আমার জীবন টা শেষ হয়ে গেল
প্রেম আবার ফিরে এল জীবনে
সবাই বলল আগের কথা ভুলে জেতে
কিন্তু ... সত্যি কথা, ভাওবাসায় বিস্বাস হারালাম আমি

Sunday, April 5, 2009

তুই হঠাৎ করে চলে গেলি বলে গেলি না


আমি রাতের বেলা হঠাৎ করে তোমার কথা ভাবি
আর মনের মাঝে মেঘের ফাঁকে তোমার ছবি জাগে
আমি তোমার মনে কেনো জায়গা পেলাম না বলো ?
 
আর telephonic rejection টা আজও ভুলতে পারিনা জানো

তুই হঠাৎ করে চলে গেলি বলে গেলি না 
একবার  তো জানাতে পারতিস আমায় ভালবাসিস না

Wednesday, March 25, 2009

amar kobita -- ?

Obosad aj monke grass koreche
monke bojhai ki kore se bechara to pagla ghora,
chutonto obosthai take guli kore thamano ki sombhov?

Sedin sona kinte giye dekhlam
baro hazar taka (12000) sonar vori,
pokete taka nei tai fire ealm.
vabte valo lage je,
achha jodi sonar moto mon kena jeto kemon hoto?

Amar mone dharona ache
amai keu valobase na , keu bojhe na,
ami romantic,ami antel,ami pagol,ami chagol,
tobu prosno kori ami ki manush?

Tahole kiser voye dishe hara
ja bondhuder thekeo lukiye berai?

Porgachar obolombon chai, ar amar chai valobasa.
bastob er upor biswas harano pap,
sob bujhi tobu mon mane na.
kintu ki korbo monke to volate hobei, noile
keu amai vule jete pare

Tuesday, March 24, 2009

amar kobita - Jhor

Mon kemoner rate,
jhor utechilo baire theke.
ar moner jhor seto thameni konodin;
jhoro hauar sathe bristir dana,
vijiye diyechilo amai,
jodio ami chilam amar ekla ghore.
sunechi to morubhoomiteu bristi name,
konodin o ki bristi nambe amar mone ?

Kalboishaki to roj hochhe,
bolche naki nimnochap o ache;
achha amar moneo to nimnochap ache,
noile jhor amar mone shanto hoi na keno?

kotobar chute gechi ektu jolio baspo pete,
barbar peyechi bidhhonshi moner jala.
eta " Gonu" kimba "Nargis" noi,
eta amar moner kanna jhor hoye boye jai.

ami chilam amar ekla ghore,
bristi nemechilo ajhor dharai,
kanna themechilo ki sei jhor dekhe!
prosner uttor tumi jano?