একদিন পেচা আচরে দিলো আমার ক্ষতবিক্ষত হৃদয়ে
পোড়া বারুদে সেদিন ছিল মুক্তির ডাক
তবু বলব প্রেমকে ঘেন্না করি
মানুষ কেন এত হারামির জাত
স্তব্ধ পায়ে রুদ্ধ দ্বারে করাঘাত করে
হৃদয়ের যন্ত্রণায় মলম লাগাই
মোম গলে ক্ষীর হয়
আর গোলাপ দিয়ে হৃদয়ের রক্ত ঝরে
সুস্থ শরীরে অসুস্থ মন
মালে আর নেশা হয় না
ব্যার্থ কবির আত্মহূতি দেবার আগে
যন্ত্রনায় নিজেকে নিকরে নিতে চাই
মন কেমনের রাতে চাঁদ হেসেছিল কি
প্রশ্নের উত্তর পাগলরা জানে
সে কতবড় পাগল ছিল
অভিশপ্ত গিটারে বাজে
আর পলাশ ফাগুনে শকুনের মন
ভাগারের ডাক শোনে
বিল্পবীরা রাস্তা দিয়ে কেন হরির লুট লোটে
যন্ত্রনায় ছিন্নভিন্ন আমার
কোন যন্ত্রনা বড়
সেটা সিগারেটের ধোয়া চেনে
আর আলপ্টকা বাতাসে আজ
বিস্বাষঘাতকরা মাথা কোটে
আর হাওয়ায় ভেসে অক্টোবর বলে যায়
লাগে রাহো মুন্নাভাই
পোড়া বারুদে সেদিন ছিল মুক্তির ডাক
তবু বলব প্রেমকে ঘেন্না করি
মানুষ কেন এত হারামির জাত
স্তব্ধ পায়ে রুদ্ধ দ্বারে করাঘাত করে
হৃদয়ের যন্ত্রণায় মলম লাগাই
মোম গলে ক্ষীর হয়
আর গোলাপ দিয়ে হৃদয়ের রক্ত ঝরে
সুস্থ শরীরে অসুস্থ মন
মালে আর নেশা হয় না
ব্যার্থ কবির আত্মহূতি দেবার আগে
যন্ত্রনায় নিজেকে নিকরে নিতে চাই
মন কেমনের রাতে চাঁদ হেসেছিল কি
প্রশ্নের উত্তর পাগলরা জানে
সে কতবড় পাগল ছিল
অভিশপ্ত গিটারে বাজে
আর পলাশ ফাগুনে শকুনের মন
ভাগারের ডাক শোনে
বিল্পবীরা রাস্তা দিয়ে কেন হরির লুট লোটে
যন্ত্রনায় ছিন্নভিন্ন আমার
কোন যন্ত্রনা বড়
সেটা সিগারেটের ধোয়া চেনে
আর আলপ্টকা বাতাসে আজ
বিস্বাষঘাতকরা মাথা কোটে
আর হাওয়ায় ভেসে অক্টোবর বলে যায়
লাগে রাহো মুন্নাভাই