Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Monday, February 15, 2010

কোলকাতার মারিয়াম


কোলকাতার মারিয়াম

কালো চাঁদ
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার মারিয়াম
 
তার বুকে খেলা করছে
গতকাল জন্ম নেওয়া ফুটফুটে যীশু
পঁচিশে ডিসেম্বরের হিমেল রাত্রিতে
কোলকাতার যীশু করাঘাত করে
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার মারিয়ামের কাছে

বাবুর খবর কেউ জানেনা
গত ছমাস ধরে
যবে থেকে মারিয়াম জানিয়েছিল
যীশু আছে তার পেটে
হয়ত পালিয়ে সেই বাবু বেঁচেছিল
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার যীশুর কাছ থেকে

বেজন্মা যীশু যখন জানবে পরিচয়
আমি নিশ্চিত ধর্মের বদলে গাইবে জয়গান
আর বলবে জয় গাঁজা,চরস,আফিম আর নারকোটি্কসের জয়
আর শেষ দিনে পেরেকের বদলে ঠাসবে বুলেট তার হাতে পায়ে
তফা খালি হাতুরি আর পিস্তলে

কিন্তু যীশু মরার আগেও জানবে না
নীলছবি আর লালবাতির মাঝে
আসছে আরেক যীশু কোলকাতার অন্য মারিয়ামের কাছে