কোলকাতার মারিয়াম
কালো চাঁদ
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার মারিয়াম
তার বুকে খেলা করছে
গতকাল জন্ম নেওয়া ফুটফুটে যীশু
পঁচিশে ডিসেম্বরের হিমেল রাত্রিতে
কোলকাতার যীশু করাঘাত করে
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার মারিয়ামের কাছে
বাবুর খবর কেউ জানেনা
গত ছমাস ধরে
যবে থেকে মারিয়াম জানিয়েছিল
যীশু আছে তার পেটে
হয়ত পালিয়ে সেই বাবু বেঁচেছিল
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার যীশুর কাছ থেকে
বেজন্মা যীশু যখন জানবে পরিচয়
আমি নিশ্চিত ধর্মের বদলে গাইবে জয়গান
আর বলবে জয় গাঁজা,চরস,আফিম আর নারকোটি্কসের জয়
আর শেষ দিনে পেরেকের বদলে ঠাসবে বুলেট তার হাতে পায়ে
তফাৎ খালি হাতুরি আর পিস্তলে
কিন্তু যীশু মরার আগেও জানবে না
নীলছবি আর লালবাতির মাঝে
আসছে আরেক যীশু কোলকাতার অন্য মারিয়ামের কাছে