Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Sunday, February 21, 2010

সর্বহারা



সর্বহারা




অর্ণব এসেছিল গতকাল সকালে
কথামত পিস্তলটা দিয়ে গেছে আজ রাতে
তখন থেকেই হাতটা নিস্পিস করছে
মনে হয় কখন গুলি করব ঐ শয়তানটাকে
স্বাধীনতার সঙ্গে শোষনের একি প্রবঞ্চনা
কাজ আর কিছু নেই বসে বসে দিন বদলের দিন গো্না
আশুদার কথামত গিয়েছিলাম বনে
গোপন মিটিং এ শেখা বিল্পবের বাণী যত্নে রাখি মনের কোনে





পরশুদিন বিচার আমার ধরা পরে গেছি
নকশাল বলে কমিঊনিস্টদের যাঁতাকলে পরেছি
হয়ত আমায় ফেলবে মেরে নয়ত দেবে নির্বাসন
তবে দেখতে পাছি জাগছে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ জন
হুশিয়ার, নিস্ঠু্র , বেইমান, শয়তান
তোদের বাচাতে পারবে না কোন ভগবান
জনস্রোত জাগবে যখন বাচবি না আর তোরা
দেখবি জীবনপথের জয়গান গাইছে সর্বহারা