আত্মহণনের রাতে আগুন লেগেছিল কৃষ্ণপক্ষের চাঁদে
দুর্ভিক্ষের সুনামিতে ভেসেছিল মরুভূমির রুক্ষ প্রান্তর
সাইক্লোন এসেছিল তটরেখা ধরে কিন্তু ফিরে যায়নি আর।
ঝাঁ চকচকে রাস্তা, উরন্ত ফ্লাইওভার আর আমার নতুন শহর,
তবুও এখনও সতী হয় কেউ।
পঞ্চভূতে বি্লীন হয় সবার দেহ, ভোটযন্ত্রের আত্মা তাদের রক্ত চুষে খায়,
ভূমি্কম্পের কেন্দ্রে আমার হৃদয় আজ ফেটে চৌ্চির
তবু ভারতবর্ষ মুখ লুকোয় অন্যের কাছ থেকে।
পাগলকে কেউ ভালবাসে না তাই আমার পাগলাগারদ এই সমাজ,

হাওয়ায় ভর করে গান্ধী এসে বলে যায় আমি আত্মহত্যা করেছি।
মাথাটা আমার খারাপ হয়েছে নিশ্চয়!
নইলে করছি কেন সত্যি বলে সময় অপচয়!
তবু স্বপ্নে আজও নাথুরাম বলে যায় নেহেরুর কানে কানে,
আত্মহণনের রাতে আগুন লেগেছিল কৃষ্ণপক্ষের চাঁদে।