Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Thursday, February 25, 2010

পরী

পরী


তোকে তো আমার দেখতে খুব ইচ্ছা করে
হাওয়ায় ভেসে আসিস তুই
ইচ্ছে ছিল বলতাম তোকে পরী হতে
অন্ধকারে থাপ্পড় মারিস তুই
তুই যে আমার না বলা ভালবাসার কথা
মন খারাপের রাতে
তোকে মিছেই স্বপ্নে দেখা
নীল আকাশের মেঘ দেখলে তোর চোখে জল
আঘাত পাওয়া ভালবাসায় মারিস ছুরি
কিসের তোর অভিমান যে আমাকেও বললি না
মা কি তোকে বলেছে কিছু
কথা বলিস না আর
হাত বাড়ালেই বন্ধু হয় গল্পে শোনা যায়
তুই কি হবি পরী আমার
সত্যি করে বল
ধার করে আমি বলব না
“করিস নে তুই ছল”
তুই কি জানিস বিল্পবীরা ভালবাসায় চলে
তুই কি জানিস এই পাথরটা কিসে চুর্ন হয়
এত প্রশ্নের মাঝে পাখি বেবাক উড়ে যায়
তবুও তোকে স্বপ্নে দেখি
মন খারাপের রাতে
হাওয়ায় ভাসে সি মাইনর
বিপ্লবীরা কাঁদে
উরন্ত সব জোকাররা আজ
হাসছে আমায় দেখে
মন খারাপের পাগলা রাতে
ঘুমপারানি বেশে
হারিয়ে যাওয়া কান্না নিয়ে
থাকতে পারছি না আর
ঘুমের মাঝে বলে যা
তুই কি নীলপরী আমার ?