একটি পাগলের আত্মকথন
সত্যি কে আজ মিথ্যে করে
দেখতে আমি পাচ্ছি না,
তাই তো তোর আগুনটাকে
প্রেমের স্পর্শ লাগতে দিচ্ছি না।
তুই তো আমার অভিমানের
তাই মন কেমনের বাদলা দিনে
তোর খিল্লি করা পাপ।
রাত পোহালেই বৃষ্টি নামে
আমি ভিজি কই?
তাই ল্যাম্পপোস্টের নীল আলোয়
দেখতে কি পাস রংবেরঙের মই?
কুয়াশাঘেরা সন্ধেবেলায়
হতাশ মনে আকাশ দেখিস না,
আর এই কবিতা না বুঝলে
আমার মত পাগল হয়ে যা।