Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Tuesday, March 30, 2010

আমি,সে আর অর্কুট চ্যাট


আমি,সে আর অর্কুট চ্যাট












হয়ত ভীষন ঝরে একটুকরো আশ্রয়
আমার নেই তাই কান্না গিলে নিই
অন্তরমুখিতা তো অভিশাপ নয়
কিন্তু এই জীবন তো অভিশপ্ত
এমন কিছু কথা যার উত্তর নেই আজ
প্রিয় মানুষেরো ভিতরে কি বন্ধু থাকে?
যার কোলে মাথা রেখে পাওয়া যায়
সেক্স নয় একটু সহানুভুতির আশ্বাষ
সব মানুষ কি মনে করে তাদের জীবনটা অভিশপ্ত?
বেচে থাকার রসদগুলো কারা পায়?
টুকরো টুকরো কথা থেকে কবিতা লেখা যায়
কিন্তু জীবনের গান শোনা যায় কি?
কেউ ঘৃণা টাকে ভালবাসার নাম দিস।