কি সেলাম জানাব ???
তুমি
কি ছিলে চাষার ছেলে
তুমি কি ছিলে মানুষ
কোন আনন্দে স্বপ্ন নিয়ে
উরিয়েছিলে লাল ফানুষ
তুমি কি ছিলে প্রতিরোধে
তুমি কি ছিলে সেখানে
যখন পুলিশের গুলি লেগেছিল
তোমার ভাইয়ের কপালে
তুমি কি ছিলে মায়ের পাশে
তুমি কি ছিলে সেখানে
যখন তোমার জমি কেড়ে নিচ্ছিল
সালিম নামের ডাকাতে
তুমি কি ছিলে নদীর পাশে
তুমি কি ছিলে ব্রীজে
যখন ওপার থেকে বোমার আঘাতে
রক্ত মিশেছে খালে
তুমি কি দেখেছ ইটভাটা
তুমি কি পড়েছ চটি
কাটা রাস্তার দুধারে দেখেছ
ঘরপোড়া ইতি উতি
তুমি কে এনেছ পরিবর্তন
তুমি কি শুকেছ গন্ধ
আর কিছু নাই পারলে
শুধু দেখিয়েছ কিছু স্বপ্ন
তুমি কি ছিলে মানুষ
কোন আনন্দে স্বপ্ন নিয়ে
উরিয়েছিলে লাল ফানুষ
তুমি কি ছিলে প্রতিরোধে
তুমি কি ছিলে সেখানে
যখন পুলিশের গুলি লেগেছিল
তোমার ভাইয়ের কপালে
তুমি কি ছিলে মায়ের পাশে
তুমি কি ছিলে সেখানে
যখন তোমার জমি কেড়ে নিচ্ছিল
সালিম নামের ডাকাতে
তুমি কি ছিলে নদীর পাশে
তুমি কি ছিলে ব্রীজে
যখন ওপার থেকে বোমার আঘাতে
রক্ত মিশেছে খালে
তুমি কি দেখেছ ইটভাটা
তুমি কি পড়েছ চটি
কাটা রাস্তার দুধারে দেখেছ
ঘরপোড়া ইতি উতি
তুমি কে এনেছ পরিবর্তন
তুমি কি শুকেছ গন্ধ
আর কিছু নাই পারলে
শুধু দেখিয়েছ কিছু স্বপ্ন