আমি, সে আর অর্কুট চ্যাট – গান ভার্সান
হয়ত ভীষন ঝরে একটুকরো আশ্রয়
আমার নেই তাই কান্না গিলে নিই
অন্তরমুখিতা তো অভিশাপ নয়
কিন্তু এই জীবন তো অভিশপ্তই
এমন কিছু কথা যার উত্তর নেই আজ
প্রিয় মানুষেরো ভিতরে কি বন্ধু থাকে?
যার কোলে মাথা রেখে পাওয়া যায়
সেক্স নয় একটু সহানুভুতি
সব মানুষ কি মনে করে তাদের জীবনটা অভিশপ্ত?
বেচে থাকার রসদগুলো কেউ পায় কি?
টুকরো টুকরো কান্না থেকে কবিতা লেখা যায়
কিন্তু জীবনের গাইতে পারো কি?
কেউ ঘৃণা টাকে ভালবাসার নাম দিস।
হাতছানি দেওয়া জেলখানা
আর শৈশবের পাগলাগারদ
আমার কান্না গুলো গলিয়ে দেয়
অশহ্য শীতলতার পারদ
এমন কিছু কথা যার প্রশ্ন নেই আজ
প্রিয় মানুষেরো ভিতরে কি শত্রু থাকে?
যার কোলে মাথা রেখে পাওয়া যায়
জিঘাংসা নয় একটু ভালবাসা
কেউ ঘৃণা টাকে ভালবাসার নাম দিস।