Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Sunday, April 18, 2010

এস.এম.এস

এস.এম.এস

জানো একদিন আমি চলে যাব
তবু আমাকে চিঠি লিখ না
আকাশের সেই ঠিকানায় আমায়
নাও পেতে পার

পরিস্থিতি বড় বিষময়
সময়টা বড় অস্থির
তবু পাখির ডাকে শুনতে পাবে
রঙ্গিন স্বপ্ন দেখার স্বপ্ন

তবু আমাকে দেখতে এসো না
অস্তমিত সূর্যের শেষ আলোয়
টেলিফোনহীন একলা ঘরে

মাঝরাতে দুঃস্বপ্নের বুক চিরে
তবু যদি মনে পরে আমার কথা
এস.এম.এস করো

“যাব আমি কাছাকাছি
আর আসবে তুমি জানি
সময় আমার বড় কঠিন গো
তাই কান্নাগুলো ধরে রেখ গো”