Ultimate ইচ্ছে
এই মেয়েটা ইচ্ছে করে
কেন বারবার মিথ্যে বলিস?
তোকে তো ছেড়েদিয়েছিলাম
তবুও কেন খাঁচায় আটকে ছিলিস?
শেষ রাতে একফালি চাঁদ
ওঠার কি খুব দরকার ছিল?
তোকে তো আমি বলেছিলাম
সেই ভাল আর বাসতে পারব না
আর
তবুও কেন জোড় করে ছিলি আমার
কাছে?
এই মেয়েটা ইচ্ছে করে
কেন বারবার হারিয়ে যাস?
তুই তো জানতিস না আছে আমার
স্বপ্ন দেখার ক্ষমতা, আর না
আছে আমার
আকাশ জেতার বাসনা।
তবুও কেন আটকে ছিলি
আমার কালো মেঘের অর্ধেক
আকাশে?
এই মেয়েটা আর একবার ইচ্ছে
করে
মিলিয়ে যা না তুই
ফিরলেই আমায় দেখতে পাবি,
নিজের হাতে সাজিয়ে দিস
যে ভাবে চাস
ঠিক যেমন করে পাখিরা সাজায়
ট্রেনে কাটা লাশ।
(আমার এক গিটারিস্ট বন্ধু হঠাৎ হারিয়ে যায়, কদিন পরে শুনতে
পাই ওর ডেডবডিটা কোন এক স্টেশনের পাশে রেললাইন থেকে পাওয়া গেছে।কারন নাকি প্রেলে
ব্যার্থতা, ল্যাং খাওয়া ইত্যাদি ইত্যাদি সেই পুরানো গল্প। না আমি দেখতে যেতে
পারিনি , মানে রাগে ইচ্ছে করে যায়নি লাশ কাটা ঘর থেকে ওকে আনতে, আমার খুব ভাল
বন্ধু ছিল। কবিতাটা ওর জন্য।)