Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Thursday, March 31, 2011

কলকাতার মারিয়াম – ২


কলকাতার মারিয়াম – ২

তার আর কোন খদ্দের ছিল না
তবু রঙ মেখে সে দাঁড়াত প্রতিদিন 
কালো চাঁদ, নীলছবি আর লাল আলোর মাঝে
কলকাতার মারিয়াম।

তার শরীর খুবলে নিয়েছে অজস্র মৃত নেকড়ে
চরম উত্তেজনা পর্যন্ত নেকড়েরা দ্বিধা করেনি
মরা হাতলের চাপ দিতে
তবুও আজও মারিয়াম দাঁড়ায় সন্ধানে
ন্যাকড়া রূপী নেকড়েদের।

এত কিছুর মাঝেও তিনটে যীশু এসেছিল
দুটো শশ্মানের মাটিতে আর একটা অন্ধকারে,
যীশুরা কিন্তু বেজন্মা ছিল না
যদিও লালন নামের লুলো ভিখারীটা ছিল রসিক
তবু যীশুরা বেজন্মাই ছিল সমাজের কাছে।
তবে বেশ্যার যীশুরা নাগরিক হতে পেরেছে
কিন্তু মানুষ হতে পারেনি।

বয়স হয়েছে, দাদারা ছিল না
তাই সে মাসি হতে পারেনি,
না পেরেছে হতে এজেন্ট।
তাই পেটের তাগিদে মারিয়াম এখনো দাঁড়িয়ে থাকে।
শত তাচ্ছিল্য আর কর্পো কম্পিটিশানের মাঝে।

তাই যদি এখনো যাও দেখতে পাবে
কালো চাঁদ, নীল ছবি আর লাল আলোর মাঝে
দাঁড়িয়ে আছে কলকাতার মারিয়াম।

Sunday, March 27, 2011

ভয় ও ব্যার্থতা


ভয় ও ব্যার্থতা

ভাবি একদিন বলব মনের কথা
অন্তরের যন্ত্রনা আর কতগুলো অশ্রাব্য ভাষা 
কিক্তু তবু বলতে পারি কই?

হারিয়ে যেতে যেতে পালিয়ে যাই
তাই মিথ্যে স্বপ্ন আর ঠুনকো কল্পনার মাঝে
জন্ম নেয় তিন সীমাহীন ফারাক
বিশ্বাস, সন্দেহ আর যোগ্যতা।

তাই যখন অন্ধকারের অতল থেকে ছুটে আসে গুলিটা
বিদ্ধ করতে পারে না শরীর
শুধু ছুঁয়ে দিয়ে যায় মনকে।
আর বলে যায়,
‘কিছু কথা না বলাই থাকে ভাল’। 

Monday, March 21, 2011

অসমাপ্ত বাস্তব


অসমাপ্ত বাস্তব

আপাত নিশ্চুপতা কিন্তু বিশাল এক ঝড়      
আছড়ে পড়তে পারে মরূভূমির বুকে
অন্তহীন সীমাহীন জলপথে নাবিকের দীর্ঘশ্বাস
বয়ে নিয়ে চলে নামগোত্রহীন বাতাস
তাই উষ্ণ সতেজ প্রান্তিক স্টেশানে
মিলে যেতে পারে ক্ষনিক জীবন
অবরুদ্ধ পৃথিবীর বুকে জানলা গুলো বন্ধ
তেজস্কৃয়তাই অক্সিজেন তবু হৃদয়ের চোখ অন্ধ
তাই অন্ধকার আর আলোর মাঝে
একফোঁটা মনখারাপ আর................