অসমাপ্ত বাস্তব
আপাত নিশ্চুপতা কিন্তু বিশাল এক ঝড়
আছড়ে
পড়তে পারে মরূভূমির বুকে
অন্তহীন
সীমাহীন জলপথে নাবিকের দীর্ঘশ্বাস
বয়ে
নিয়ে চলে নামগোত্রহীন বাতাস
মিলে
যেতে পারে ক্ষনিক জীবন
অবরুদ্ধ
পৃথিবীর বুকে জানলা গুলো বন্ধ
তেজস্কৃয়তাই
অক্সিজেন তবু হৃদয়ের চোখ অন্ধ
তাই
অন্ধকার আর আলোর মাঝে
একফোঁটা
মনখারাপ আর................