এই ব্লগটাই হল আমি, এটা আমার জ়ীবনের সব যন্ত্রণা, চিন্তা ভাবনা, অনুভুতির ও অন্তঃ আত্মার বাহিঃপ্রকাশ। Come & catch me
Welcome to my world
welcome everybody. please discover yourself with me
Thursday, June 16, 2011
Tuesday, June 14, 2011
মাতালের কবিতা
মাতালের কবিতা
আমি কি ক্ষতি করেছি ভালবেসে
যেভাবে দেখেছি তাই বলেছি
তাতে যদি তোর ভাল
না লাগে
আমি কি করব?
আমি তোকে
ভালবেসেছিলাম, সে এক অন্য ব্যাথা
অন্ধকার দিনে মনে
পরে তোকে জানি,
সে এক কাব্য
লিখব? কি হবে
লিখে-
আমি আজ জীবন্ত
কিন্তু আমি অপারগ
চিনতে চাই, চিনতে
পারিনি
আমার ভুল!
আউট হয়ে লিখছি
কি লিখছি জানিনা,
ভুল তো হবেই
কিন্তু ক্ষমা চাই না
শুধু এটুকুই বলব
তুই বিশ্বাস করতে
পারলি না।
তুই ভরষা করতে
পারলি না।
তাই ভাবী কালের
প্রেমিকদের জন্য
একটাই উপদেশ
“বাল ছেঁড় তোরা”।
Subscribe to:
Posts (Atom)