মাতালের কবিতা
আমি কি ক্ষতি করেছি ভালবেসে
যেভাবে দেখেছি তাই বলেছি
তাতে যদি তোর ভাল
না লাগে
আমি কি করব?
আমি তোকে
ভালবেসেছিলাম, সে এক অন্য ব্যাথা
অন্ধকার দিনে মনে
পরে তোকে জানি,
সে এক কাব্য
লিখব? কি হবে
লিখে-
আমি আজ জীবন্ত
কিন্তু আমি অপারগ
চিনতে চাই, চিনতে
পারিনি
আমার ভুল!
আউট হয়ে লিখছি
কি লিখছি জানিনা,
ভুল তো হবেই
কিন্তু ক্ষমা চাই না
শুধু এটুকুই বলব
তুই বিশ্বাস করতে
পারলি না।
তুই ভরষা করতে
পারলি না।
তাই ভাবী কালের
প্রেমিকদের জন্য
একটাই উপদেশ
“বাল ছেঁড় তোরা”।