এমনি একটা গান - সায়ন ঘোষ
তুমি রাগ করতে পারো
রাগ করেছ
রেগে গিয়ে বন্ধ করেছ কথা
আমি কিছুই জানি না
তোমার কি হয়েছে
কারন না জানার তো কথা
মন আমার উদাসী তাই সারাক্ষন
মন আমার উদাসী তাই সারাক্ষন
তুমি আড়ি করতে পারো
আড়ি করেছ
আড়ি করে বন্ধ করেছ খেলা
আমি কিছুই জানি না
তোমার কি হয়েছে
কারন না জানার তো কথা
মন আমার উদাসী তাই সারাক্ষন
মন আমার উদাসী তাই সারাক্ষন
তুমি ঘেন্না করতে পারো
ঘেন্না করছ
ঘৃণা করে বন্ধ করেছ ফোন
আমি কিছুই জানি না
তোমার কি হয়েছে
বন্ধুত্ব ভাঙ্গার তো নয় কথা
মন আমার উদাসী তাই সারাক্ষন
মন আমার উদাসী তাই সারাক্ষন