Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Sunday, April 18, 2010

এস.এম.এস

এস.এম.এস

জানো একদিন আমি চলে যাব
তবু আমাকে চিঠি লিখ না
আকাশের সেই ঠিকানায় আমায়
নাও পেতে পার

পরিস্থিতি বড় বিষময়
সময়টা বড় অস্থির
তবু পাখির ডাকে শুনতে পাবে
রঙ্গিন স্বপ্ন দেখার স্বপ্ন

তবু আমাকে দেখতে এসো না
অস্তমিত সূর্যের শেষ আলোয়
টেলিফোনহীন একলা ঘরে

মাঝরাতে দুঃস্বপ্নের বুক চিরে
তবু যদি মনে পরে আমার কথা
এস.এম.এস করো

“যাব আমি কাছাকাছি
আর আসবে তুমি জানি
সময় আমার বড় কঠিন গো
তাই কান্নাগুলো ধরে রেখ গো”

Monday, April 12, 2010

Ultimate ইচ্ছে


Ultimate ইচ্ছে

এই মেয়েটা ইচ্ছে করে
কেন বারবার মিথ্যে বলিস?
তোকে তো ছেড়েদিয়েছিলাম
তবুও কেন খাঁচায় আটকে ছিলিস?
শেষ রাতে একফালি চাঁদ
ওঠার কি খুব দরকার ছিল?
তোকে তো আমি বলেছিলাম
সেই ভাল আর বাসতে পারব না আর
তবুও কেন জোড় করে ছিলি আমার কাছে?

এই মেয়েটা ইচ্ছে করে
কেন বারবার হারিয়ে যাস?
তুই তো জানতিস না আছে আমার
স্বপ্ন দেখার ক্ষমতা, আর না আছে আমার
আকাশ জেতার বাসনা।
তবুও কেন আটকে ছিলি
আমার কালো মেঘের অর্ধেক আকাশে?

এই মেয়েটা আর একবার ইচ্ছে করে
মিলিয়ে যা না তুই
ফিরলেই আমায় দেখতে পাবি,
নিজের হাতে সাজিয়ে দিস
যে ভাবে চাস
ঠিক যেমন করে পাখিরা সাজায়
ট্রেনে কাটা লাশ।

(আমার এক গিটারিস্ট বন্ধু হঠাৎ হারিয়ে যায়, কদিন পরে শুনতে পাই ওর ডেডবডিটা কোন এক স্টেশনের পাশে রেললাইন থেকে পাওয়া গেছে।কারন নাকি প্রেলে ব্যার্থতা, ল্যাং খাওয়া ইত্যাদি ইত্যাদি সেই পুরানো গল্প। না আমি দেখতে যেতে পারিনি , মানে রাগে ইচ্ছে করে যায়নি লাশ কাটা ঘর থেকে ওকে আনতে, আমার খুব ভাল বন্ধু ছিল। কবিতাটা ওর জন্য।)

Monday, April 5, 2010

আমি, সে আর অর্কুট চ্যাট – গান ভার্সান


আমি, সে আর অর্কুট চ্যাট – গান ভার্সান

হয়ত ভীষন ঝরে একটুকরো আশ্রয়
আমার নেই তাই কান্না গিলে নিই
অন্তরমুখিতা তো অভিশাপ নয়
কিন্তু এই জীবন তো অভিশপ্তই

এমন কিছু কথা যার উত্তর নেই আজ
প্রিয় মানুষেরো ভিতরে কি বন্ধু থাকে?
যার কোলে মাথা রেখে পাওয়া যায়
সেক্স নয় একটু সহানুভুতি

সব মানুষ কি মনে করে তাদের জীবনটা অভিশপ্ত?
বেচে থাকার রসদগুলো কেউ পায় কি?
টুকরো টুকরো কান্না থেকে কবিতা লেখা যায়
কিন্তু জীবনের গাইতে পারো কি?

কেউ ঘৃণা টাকে ভালবাসার নাম দিস।

হাতছানি দেওয়া জেলখানা
আর শৈশবের পাগলাগারদ
আমার কান্না গুলো গলিয়ে দেয়
অশহ্য শীতলতার পারদ

এমন কিছু কথা যার প্রশ্ন নেই আজ
প্রিয় মানুষেরো ভিতরে কি শত্রু থাকে?
যার কোলে মাথা রেখে পাওয়া যায়
জিঘাংসা নয় একটু ভালবাসা

কেউ ঘৃণা টাকে ভালবাসার নাম দিস।