Welcome to my world

welcome everybody. please discover yourself with me

Thursday, February 25, 2010

পরী

পরী


তোকে তো আমার দেখতে খুব ইচ্ছা করে
হাওয়ায় ভেসে আসিস তুই
ইচ্ছে ছিল বলতাম তোকে পরী হতে
অন্ধকারে থাপ্পড় মারিস তুই
তুই যে আমার না বলা ভালবাসার কথা
মন খারাপের রাতে
তোকে মিছেই স্বপ্নে দেখা
নীল আকাশের মেঘ দেখলে তোর চোখে জল
আঘাত পাওয়া ভালবাসায় মারিস ছুরি
কিসের তোর অভিমান যে আমাকেও বললি না
মা কি তোকে বলেছে কিছু
কথা বলিস না আর
হাত বাড়ালেই বন্ধু হয় গল্পে শোনা যায়
তুই কি হবি পরী আমার
সত্যি করে বল
ধার করে আমি বলব না
“করিস নে তুই ছল”
তুই কি জানিস বিল্পবীরা ভালবাসায় চলে
তুই কি জানিস এই পাথরটা কিসে চুর্ন হয়
এত প্রশ্নের মাঝে পাখি বেবাক উড়ে যায়
তবুও তোকে স্বপ্নে দেখি
মন খারাপের রাতে
হাওয়ায় ভাসে সি মাইনর
বিপ্লবীরা কাঁদে
উরন্ত সব জোকাররা আজ
হাসছে আমায় দেখে
মন খারাপের পাগলা রাতে
ঘুমপারানি বেশে
হারিয়ে যাওয়া কান্না নিয়ে
থাকতে পারছি না আর
ঘুমের মাঝে বলে যা
তুই কি নীলপরী আমার ?

Sunday, February 21, 2010

সর্বহারা



সর্বহারা




অর্ণব এসেছিল গতকাল সকালে
কথামত পিস্তলটা দিয়ে গেছে আজ রাতে
তখন থেকেই হাতটা নিস্পিস করছে
মনে হয় কখন গুলি করব ঐ শয়তানটাকে
স্বাধীনতার সঙ্গে শোষনের একি প্রবঞ্চনা
কাজ আর কিছু নেই বসে বসে দিন বদলের দিন গো্না
আশুদার কথামত গিয়েছিলাম বনে
গোপন মিটিং এ শেখা বিল্পবের বাণী যত্নে রাখি মনের কোনে





পরশুদিন বিচার আমার ধরা পরে গেছি
নকশাল বলে কমিঊনিস্টদের যাঁতাকলে পরেছি
হয়ত আমায় ফেলবে মেরে নয়ত দেবে নির্বাসন
তবে দেখতে পাছি জাগছে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ জন
হুশিয়ার, নিস্ঠু্র , বেইমান, শয়তান
তোদের বাচাতে পারবে না কোন ভগবান
জনস্রোত জাগবে যখন বাচবি না আর তোরা
দেখবি জীবনপথের জয়গান গাইছে সর্বহারা


Monday, February 15, 2010

প্রলাপ

প্রলাপ
আত্মহণনের রাতে আগুন লেগেছিল কৃষ্ণপক্ষের চাঁদে
দুর্ভিক্ষের সুনামিতে ভেসেছিল মরুভূমির রুক্ষ প্রান্তর
সাইক্লোন এসেছিল তটরেখা ধরে কিন্তু ফিরে যায়নি আর।
ঝাঁ চকচকে রাস্তা, উরন্ত ফ্লাইওভার আর আমার নতুন শহর,
তবুও এখনও সতী হয় কেউ।


পঞ্চভূতে বি্লীন হয় সবার দেহ, ভোটযন্ত্রের আত্মা তাদের রক্ত চুষে খায়,
ভূমি্কম্পের কেন্দ্রে আমার হৃদয় আজ ফেটে চৌ্চির
তবু ভারতবর্ষ মুখ লুকোয় অন্যের কাছ থেকে।
পাগলকে কেউ ভালবাসে না তাই আমার পাগলাগারদ এই সমাজ,
যেখানে সবাই পাগল,সবাই পুতুল কোন নেতার।


হাওয়ায় ভর করে গান্ধী এসে বলে যায় আমি আত্মহত্যা করেছি।
মাথাটা আমার খারাপ হয়েছে নিশ্চয়!
নইলে করছি কেন সত্যি বলে সময় অপচয়!
তবু স্বপ্নে আজও নাথুরাম বলে যায় নেহেরুর কানে কানে,
আত্মহণনের রাতে আগুন লেগেছিল কৃষ্ণপক্ষের চাঁদে।

কোলকাতার মারিয়াম


কোলকাতার মারিয়াম

কালো চাঁদ
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার মারিয়াম
 
তার বুকে খেলা করছে
গতকাল জন্ম নেওয়া ফুটফুটে যীশু
পঁচিশে ডিসেম্বরের হিমেল রাত্রিতে
কোলকাতার যীশু করাঘাত করে
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার মারিয়ামের কাছে

বাবুর খবর কেউ জানেনা
গত ছমাস ধরে
যবে থেকে মারিয়াম জানিয়েছিল
যীশু আছে তার পেটে
হয়ত পালিয়ে সেই বাবু বেঁচেছিল
নীলছবি আর লালবাতির মাঝে
কোলকাতার যীশুর কাছ থেকে

বেজন্মা যীশু যখন জানবে পরিচয়
আমি নিশ্চিত ধর্মের বদলে গাইবে জয়গান
আর বলবে জয় গাঁজা,চরস,আফিম আর নারকোটি্কসের জয়
আর শেষ দিনে পেরেকের বদলে ঠাসবে বুলেট তার হাতে পায়ে
তফা খালি হাতুরি আর পিস্তলে

কিন্তু যীশু মরার আগেও জানবে না
নীলছবি আর লালবাতির মাঝে
আসছে আরেক যীশু কোলকাতার অন্য মারিয়ামের কাছে