পরী
তোকে তো আমার দেখতে খুব ইচ্ছা করে
হাওয়ায় ভেসে আসিস তুই
ইচ্ছে ছিল বলতাম তোকে পরী হতে
অন্ধকারে থাপ্পড় মারিস তুই
তুই যে আমার না বলা ভালবাসার কথা
মন খারাপের রাতে
তোকে মিছেই স্বপ্নে দেখা
নীল আকাশের মেঘ দেখলে তোর চোখে জল
আঘাত পাওয়া ভালবাসায় মারিস ছুরি
কিসের তোর অভিমান যে আমাকেও বললি না
মা কি তোকে বলেছে কিছু
কথা বলিস না আর
হাত বাড়ালেই বন্ধু হয় গল্পে শোনা যায়
তুই কি হবি পরী আমার
সত্যি করে বল
ধার করে আমি বলব না
“করিস নে তুই ছল”
তুই কি জানিস বিল্পবীরা ভালবাসায় চলে
তুই কি জানিস এই পাথরটা কিসে চুর্ন হয়
এত প্রশ্নের মাঝে পাখি বেবাক উড়ে যায়
তবুও তোকে স্বপ্নে দেখি
মন খারাপের রাতে
হাওয়ায় ভাসে সি মাইনর
বিপ্লবীরা কাঁদে
উরন্ত সব জোকাররা আজ
হাসছে আমায় দেখে
মন খারাপের পাগলা রাতে
ঘুমপারানি বেশে
হারিয়ে যাওয়া কান্না নিয়ে
থাকতে পারছি না আর
ঘুমের মাঝে বলে যা
তুই কি নীলপরী আমার ?
তবুও তোকে স্বপ্নে দেখি
মন খারাপের রাতে
হাওয়ায় ভাসে সি মাইনর
বিপ্লবীরা কাঁদে
উরন্ত সব জোকাররা আজ
হাসছে আমায় দেখে
মন খারাপের পাগলা রাতে
ঘুমপারানি বেশে
হারিয়ে যাওয়া কান্না নিয়ে
থাকতে পারছি না আর
ঘুমের মাঝে বলে যা
তুই কি নীলপরী আমার ?